একাদশী ব্রত মাহাত্ম্য
একাদশী কী এবং কেন পালন করা হয়
দেবতার মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ট
। নদীর মধ্যে গঙ্গা, মনুষ্য মধ্যে ব্রাক্ষণ, পক্ষীর মধ্যে গরূড়, যজ্ঞ মধ্যে
অশ্বমেধ, নাগ মধ্যে শেষ নাগ অনন্তদেব শ্রেষ্ট । তদ্রুপ ব্রত মধ্যে একদাশী শ্রেষ্ট
। যে প্রতি শুক্ল ও কৃষ্ণ পক্ষীয় একাদশী ব্রত করে থাকেন সে আমার অত্যন্ত প্রিয় হয়
। পাঁচ হাজার বৎসর তপস্যা করে যে ফল লাভ হয় একাদশী পালনে তৎসমুদয় ফল লভ্য হয় ।
একাদশী তিথি হরিবাসর তিথি বলা হয় ।
হরি বাসরে হরির কীর্ত্তন বিধায়
নিত্য আরম্ভিল প্রভু ভকত্তের প্রাণ ।
শ্রী হরি বাসর তিথিতে ঐকান্তিকভাবে অহর্নিশ
শ্রী হরিনাম সংকীর্তনের প্রয়োজনীয়তা মহাপ্রভু আচরণ মুখে আমাদের শিক্ষা দিয়েছেন ।
একাদশী তিথিতে ইন্দ্রীয় সংযম, অন্নপানাদি গ্রহন বর্জন, তৈল মর্দন ও যাবতীয় ভোগ
বিলাসিতা সর্বতোভাবে নিষিদ্ধ । একাদশী তিথি বাসরে ব্রক্ষহত্যাদি পাপাবলী অন্ন
মধ্যে অধিষ্ঠিত হয় । অতএব ঐ অন্ন গ্রহন করিলে ব্রক্ষহত্যাদি পাপের সঞ্চয় ঘটে ।
(নিষিদ্ধ চাল, ডাল, গম, যব, সরিষা ইত্যাদি)
একাদশীতে অন্নভোজীর পাপ নিবারণের কোন
প্রকার প্রায়শ্চিত্তের ব্যবস্থা নাই । শ্রীভগবানের প্রীতির নিমিত্তেই এই ব্রত পালন
। একাদশী তিথিতে অন্নভোজন সম্পূর্ণ নিষেধ এবং উপবাসসহ হরির সংকীর্তন ও রাত্রি
জাগরণ করাই ব্রত সার্থকতার মূল চাবিকাঠি ।
No comments